প্রকাশিত: Tue, Jan 24, 2023 12:52 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:57 AM

বুদ্ধিজীবী-বন্দনা ছাড়ো!

মাসুদ রানা

বুদ্ধিজীবীর কাজ কি নিজের বুদ্ধির বিশাল ভাবমূর্তি গড়ে তার হাঁটুর নীচে তোমাদের বামুন বানিয়ে তাক লাগিয়ে দেওয়া? তোমাদের বুদ্ধিজীবীরা কি এটি করছে না? তোমাদের বুদ্ধিজীবীরা করতালি পাওয়ার জন্যে নানা রকমের ঘৃণ্য ও হীন কৌশল অবলম্বন করে নিজেদেরকে তোমাদের চেয়ে সাংঘাতিকভাবে অন্যরকম কিছু একটা প্রমাণ করতে চায়। তোমরাও ওদের প্রতি মুগ্ধ দৃষ্টিতে চেয়ে করতালি দিচ্ছো। আচ্ছা, তোমরা যে এসব বুদ্ধিজীবীর কথা মুগ্ধ হয়ে শুনছো, এতে তোমাদের কী বুদ্ধি যোগ হচ্ছে? 

সে-বুদ্ধিতে তোমরা কি তোমাদের দেশ-জাতি-সমাজের সমস্যার সমাধান করতে পারছো? সর্বোপরি, তোমাদের শ্রদ্ধেয় বুদ্ধিজীবীগণ কি তোমাদেরকে সমস্যা উত্তরণের কোনো বুদ্ধি বাৎলে দেন? নাকি সন তারিখ-সহ গ্রন্থাদি থেকে পণ্ডিতদের উদ্ধৃতি দিয়ে তোমাদের বোকা বানিয়ে নিজেদের জাহির করেন? প্লীজ, বুদ্ধিজীবী-বন্দনা ছাড়ো। বুদ্ধিজীবী-বন্দনা তোমাদের বুদ্ধিনাশ করছে। প্লীজ, নিজের বুদ্ধির ওপর ভরসা রাখো। ২০/০১/২০২৩ লণ্ডন, ইংল্যাণ্ড।